একটা গল্প দিয়ে শুরু করা যাক –
একবার এক এলাকায় বন্যার পূর্বাভাস ঘোষণা করাই,
সবাই নিজ নিজ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়ন কেন্দ্রে চলে গেলো ।
হঠাৎ আর্মির টহল রত একটা গাড়ি থেকে দেখতে পেলো একটা ভদ্রলোক তার বাসার নিচে দাঁড়িয়ে আছে । আর্মির লোকজন বললো আপনি তাড়াতাড়ি আশ্রয়ন কেন্দ্রে যান এখনই বন্যার পানি চলে আসবে ।
ভদ্রলোক বললো – “না, আমার ঈশ্বরে অগাধ বিশ্বাস আছে ঈশ্বর আমাকে রক্ষা করবেন ।”
কিছু সময় পর পানি চলে আসলো, ভদ্রলোক দোতলায় গিয়ে দাঁড়িয়ে থাকলো ।
এমন সময় নৌ বাহিনীর টহল নৌকা থেকে বললো – আপনি তাড়াতাড়ি নৌকাতে উঠুন পানি আরও আসবে । ভদ্রলোক বললো – “না, আমার ঈশ্বরে অগাধ বিশ্বাস আছে ঈশ্বর আমাকে রক্ষা করবেন ।” নৌ বাহিনীর লোকজন না নিতে পেরে ফিরে গেলো ।
এরপর বন্যার পানি আরও উঠে গেলো । লোকটা বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকলো । এমন সময় বিমান বাহিনীর লোকজন হেলিকপ্টার নিয়ে তাকে উদ্ধার করতে আসলো কিন্তু লোকটা কোন ভাবেই তাদের সাথেও গেলো না । বললো – “ঈশ্বরে তার অগাধ বিশ্বাস আছে ঈশ্বর আমাকে রক্ষা করবেন ।”
এক সময় আরও পানি আসলো এবং লোকটা পানিতে ডুবে মারা গেলো ।
মৃত্যুর পর লোকটা ঈশ্বরকে জিজ্ঞেস করলো – “ হে ঈশ্বর তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস থাকা সত্ত্বেও তুমি আমাকে রক্ষা করলে না কেন ?”
ঈশ্বর বললেন – “তোমাকে রক্ষা করার জন্য আর্মি পাঠিয়েছি, নৌ বাহিনী দিয়ে নৌকা পাঠিয়েছি অবশেষে বিমান বাহিনী দিয়ে হেলিকপ্টার পাঠালাম, তুমি কোনোটাই নিলে না, তাহলে তোমাকে কিভাবে রক্ষা করবো ? ”
এই গল্পটার বলার উদ্দেশ্যে হলো – আমরা অনেকেই ঈশ্বরের দোহাই দিয়ে নিজেদেরকে শান্ত রাখি । কিন্তু কখনোই কোনো অ্যাকশন নেয় না ।
এই শুরু করবো, আজ করবো, না কাল ফজর নামাজ পড়েই শুরু করবো ইত্যাদি কিন্তু শুরু আর হয় না ।
আমরা ব্যস্ত থাকি প্রিয় পর্ন স্টারদের শরীরে কোথায় কয়টা তিল আছে, তিল টা কোন জায়গা থাকলে আরও ভালো লাগতো, শাহরুখ খানের পরবর্তী সিনেমা কবে আসবে এই সব অহেতুক কাজ কর্ম নিয়ে । আবার স্বপ্ন দেখি মাসে লাখ লাখ কামাবো ।
আর শব-ই-বরাত (ভাগ্য রজনী)-এর রাত আসলে তো কথায় নেই । সারা রাত নফল নামাজ পড়া আর প্রতি ২ রাকাত পর পর হাত তুলে মোনাজাত – “হে আল্লাহ তুমি আমাকে এই দাও সেই দাও আরও কত কি ” ।
আল্লাহর দান-ভান্ডার সীমাহীন । শুধু চাইলেই হবে না, সেই অনুযায়ী কাজ করতে হবে । যত দ্রুত সম্ভব মাঠে নামতে হবে ।
শুধু দুয়া করেই যদি সব হতো তাহলে শব-ই-বরাত-এর পরের দিন সবার বাড়ি একটা করে বুর্জ-খলিফা থাকতো ।
অতএব জীবনে সফল হতে হলে, একটা গোল ফিক্সড করে সেই অনুযায়ী এখনই শুরু করুন ।
আবার অনেকেই আছেন রাতারাতি সফল হতে চাই । টাইব্রেকার-এ যেতে হলে যে দেড় ঘন্টা + আধা ঘন্টা আগে খেলতে হয়, এটা আমরা ভুলে যায় ।
তাই এখনই পথে নামুন – পথে নামলেই পথ পাওয়া যায় ।
23 responses on "স্টার্ট ফার্স্ট - সফলতার পিন পাসওয়ার্ড"
Leave a Message
You must be logged in to post a comment.
Realistic story
Realistic story
kotha bastob,, thank you boss
You are absolutely right boss. This is a real situation in our Community.
vai ami kaj cekbo, pls help korun
গল্প টা খুবই মোটিভেশন করেছে ভাইয়া ধন্যবাদ আপনাকে!
Would you take a fit girl like me out? http://prephe.ro/Phqn
I like watching myself masturbate, do you? http://prephe.ro/Phqn
Thick and full of cum. Who needs a morning fuck? http://prephe.ro/Phqn
A nice peak of what you could have if you take me home http://prephe.ro/Phqn
Want some company? http://prephe.ro/Phqn
I just wanna know what would you do to me [OC] http://prephe.ro/Phqn
Soft squishy tits for your hard thick dick http://prephe.ro/Phqn
Cum in me or on me, I don’t really mind http://prephe.ro/Phqn
I wonder if it will fit 🙂 http://prephe.ro/Phqn
I’m ready for you http://prephe.ro/Phqn
I just wanna know what would you do to me [OC] http://prephe.ro/Phqn
We specialize in SEO for helping medium to large businesses in Michigan USA and convert high-quality, high-intent traffic into important business leads.
Thx
That’s motivational story Boss.
Inspired story, thanks boss
ভালো লাগলো
খুব ভাল লাগলো