Dimensions & Metrics নিয়ে যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে Google Analytics-এ রিপোর্টিং সহ অন্যান্য বিষয় গুলা বোঝা প্রায় অসম্ভব ।
আশা করি Dimensions & Metrics বুঝতে এই আর্টিকেলটা হেল্প করবে –
ধরুন –
২২ – ২৭ বছর বয়সের একদল ভিজিটর (ইউজার) আমেরিকা থেকে গুগলে সার্চ দিয়ে মোবাইলে ক্রোম ব্রাউজারে আপনার ওয়েবসাইট ভিজিট করলো ।
এটাকে যদি সাজিয়ে লিখি –
Source: organic search
Country: USA
Age range: 18 – 24, 25 – 34
Device: Mobile
Browser: Chrome
এই বৈশিষ্ট্য বা Attribute গুলোকেই বলে – Dimensions in GA4
তাহলে Metrics ?
এবার ধরুন –
দিন শেষে টোটাল ইউজার ছিল ৫০ জন এবং এদের মধ্যে ২০ জন প্রথম বারের মতো ভিজিট করেছে পাশাপাশি এদের মধ্যে থেকে ১২ জন ভিজিটর যারা ওয়েবসাইটে ১০ সেকেন্ড-এর বেশি সময় ধরে ছিল ।
এটাকে যদি সাজিয়ে লিখি –
Users: 50
New users: 20
Engaged sessions: 12
এক কথায় যাদের নিউমেরিক ভ্যালু আছে তারাই – Metrics in GA4

Hafiz
এই Analytics এর জন্য কি GA4 লাগবে?
Shamim Hussain
yes
rubel khan
ভাই নতুন সব আপডেট আপনার সাইট থেকে পাই। বাংলায় ডিজিটাল মার্কেটিং এর উপর অসাধারণ সব তথ্য।
Shamim Hussain
Thank you
Mohammad Kamrul islam
Can you explain about GA4?
Shamim Hussain
porer lession a paben
Ahmed
Nice understanding, Thank you.